অস্ট্রেলিয়ায় 'ক্যানবেরা উল্ফ'কে হারিয়ে শিরোপা জয় প্রবাসী টাইগারদের

অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে আয়োজিত কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল ক্যানবেরা টাইগার।
স্থানীয় সময় রোববার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ক্যানবেরা উল্ফ দলকে হারিয়ে শিরোপা জেতে প্রবাসী টাইগাররা।
খেলায় ক্যানবেরা টাইগার দলের অধিনায়কত্ব করেন বাংলাদেশি বংশদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইবিয়ান। টুর্নামেন্টের সেমি ফাইনালে ম্যান অফ দ্যা সেমি ফাইনাল ট্রফি জিতেছিলেন তিনি।
শুধু সেমিফাইনালে নয়, ফাইনাল ম্যাচেও দারুণ বোলিং করেছেন ইবিয়ান। বিপক্ষের তিনজন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।