এসবিবিএস'র নবনির্বাচিত সভাপতি ফরিদা হাকিম, সাধারণ সম্পাদক মাহাদি হাসান

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০১
অনুসন্ধান ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসদের সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইন পেশায় দক্ষতা বৃদ্ধি করা এবং যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশীদের পরবর্তী প্রজন্মকে ব্রিটেনের আইনপেশার প্রতি অনুপ্রাণিত করার প্রত্যয় নিয়ে গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে অ্যাট্রিয়াম ব্যানকুয়েটিং হলে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সলিসিটরদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন জাজ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ক্রিমিনাল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি। এছাড়াও কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় সোসাইটির বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল গাফফার সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ জেসমিন আক্তার কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন। এছাড়াও সংগঠনের সাংবিধানিক বিষয়ে কিছু সংশোধন আনা হয়। যা উপস্থিত সদস্যের বিপুল ভোটে পাস হয়। সদ্য বিদায়ী সভাপতি দেওয়ান মেহেদী সংগঠনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পর্বটি মডারেট করেন সংগঠনের প্যাট্রন জাজ বেলায়েত হোসেন।

সভায় সংগঠনের কার্যক্রমে বিভিন্নভাবে অবদান রাখার জন্য মাসুদ চৌধুরী, নাজির আহমেদ, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, হেলাল মিয়া, মোঃ আবুল কালাম চৌধুরী ও ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নাজির আহমেদ ও মাসুদ চৌধুরী আগামী ২০২৩-২৪ বর্ষের জন্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস) এর সভাপতি হিসেবে ফরিদা হাকিমকে ও সাধারণ সম্পাদক হিসেবে মাহাদি হাসানের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিটির অপর সদস্যরা হলেন তাজ শাহ ও মিতালী জাকারিয়া।

সংগঠনের পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি জাহির আসাজ, তাহমিনা কবীর, শাহ মিসবাহুর রহমান ও মোহাম্মদ নুরুল গাফফার, যুগ্ম সম্পাদক সুবের আখতার, মুহম্মদ গনি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমরুল শেখ, কোষাধ্যক্ষ মুনসাত চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ কাহার চৌধুরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রায়হান আহমেদ, প্রেস ও প্রচার সম্পাদক ফজলে ইলাহী, সংস্কৃতি ও কমিউনিটি এফেয়ার্স সম্পাদক জেসমিন আক্তার। গভর্নিং বডির সদস্য সর্বজনাব এহসানুল হক, ড. সোনিয়া জামান খান, সাব্বির আহমেদ, আব্দুল হালিম সরকার, এম এ শাফি, মো. সালাহ উদ্দিন সুমন ও ফেরদৌসী কবীর।

কমিটির অন্যান্য সদস্যের সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক 

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফরিদা হাকিম বলেন, আমরা আমাদের নতুন গভর্নিং বডির সদস্যদের স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত এবং আমরা আত্মবিশ্বাসী যে তাঁরা আমাদের সমিতির মূল্যবোধ এবং লক্ষ্যগুলিকে সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাদি হাসান বলেন, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস-এ কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত অনন্দিত। আমাদের প্রধান উদ্দেশ্য হল সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আইনে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত এবং নিযুক্ত করা। আমরা আগামী বছরগুলোতে আমাদের সংগঠনের সমৃদ্ধি ও সাফল্যকে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস ১৫ বছর আগে ইংল্যান্ড ও ওয়েলস-এর দ্যা ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে যাত্রা শুরু করে। এরপর থেকেই সংগঠনটি সদস্যদের স্বার্থরক্ষায় এবং যুক্তরাজ্যে আইনী পেশায় নিয়োজিত বৃটিশ-বাংলাদেশীদের জন্য কাজ করে যাচ্ছে। 

মন্তব্য লিখুন :