সাহেদকে গ্রেপ্তারে পরোয়ানা

মোহাম্মদ সাহেদ
বিতর্কিত রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের পর থেকে পলাতক এর মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তারে আদালতের একটি পরোয়ানা জারি হয়েছে।
প্রতারণা করে এক ব্যবসায়ীর সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় সোমবার এই পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম মাইনুল ইসলাম।
এদিনই রাজধানীর উত্তরা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ মহানগর হাকিম আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ পেয়ে উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যা বের অভিযানের পর থেকে সাহেদকে খোঁজা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে।
তাকে এখনো আটক করতে না পারার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববারই বলেন, আত্মসমর্পণ না করলে সাহেদকে ধরে ফেলবে পুলিশ।