প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
ইন্দোনেশিয়ার ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার

ইন্দোনেশিয়ার একটি ঘটনাকে বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলেও সেটি সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাতের একটি ভিডিও বাংলাদেশের ঘটনা হিসেবে ফেসবুকে ছড়ানো হয়। আসলে ঘটনাটি ইন্দোনেশিয়ার, বাংলাদেশে সম্প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিও থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম Tribunnews এর ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট প্রকাশিত ভিডিওটির সংক্ষিপ্ত একটি সংস্করণ পাওয়া যায়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিল গত ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার উত্তর মোরোয়ালির অন্তর্গত পেতাসিয়া তিমুরের তোমপিরা গ্রামে।
গ্রামের এক মসজিদে ফজরের নামাজ চলাকালে ওই হামলার শিকার হন মুহাম্মদ জুমালি নামে এক ইমাম। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ইন্দোনেশিয়ার একাধিক সংবাদমাধ্যমেও এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
সব তথ্য যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, ঘটনাটি ইন্দোনেশিয়ার এবং বাংলাদেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
© সকল কিছুর স্বত্বাধিকার: অনুসন্ধান