মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র কানাই চন্দ্র দাসকে (২৪) আটক করেছে পুলিশ। ধর্মকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে সহপাঠীদের হাতে মারধরের শিকার হওয়ার পর সোমবার(১৮ আগস্ট) দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক কানাই চন্দ্র দাস চাঁদপুরের কচুয়া উপজেলার সাতচার গ্রামের রুহি দাসের ছেলে। তিনি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে থাকতেন।
পুলিশ জানায়, তিন দিন আগে ‘নাস্তিক মঞ্চ’ (এথিইস্ট ফোরাম) নামে ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর পোস্ট দেন কানাই। সোমবার সকাল থেকে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। দুপুরের দিকে কলেজে কানাইকে কলেজ ক্যাম্পাসে মারধর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম সাইফুল আলম পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কানাইকে আটক করেন।
ওসি জানান, ধর্ম অবমাননার দায়ে কানাই চন্দ্র দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।